সিনেমা থেকে নাটকে বেশ জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী শারমিন আখি | তবে জানা যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন তিনি | এরপর তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে |
সম্প্রতি “অমীমাংসিত প্রেম” নাটকের রিহার্সালে গিয়েছিলেন শারমিন আখি | সেখানে মেকআপ রুমের শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটে | এবং আগুন লাগে | সেই বিস্ফোরণের সময় মেকআপ রুমে ছিলেন অভিনেত্রী শারমিন আখি | ফলে তিনি ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত হন | জানা গিয়েছে শরীরে প্রায় ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে | অভিনেত্রী মেকআপ রুমের ভিতর থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে | তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে | পাশাপাশি অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা |

More Stories
আলোচনার শীর্ষে কাঞ্চন শ্রীময়ী
কন্যাসন্তান নিয়ে বিতর্কিত মন্তব্য তারকা সাংসদ কঙ্গনা রানাউত
অমিতাভের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী