
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন। জনসমাগমের কথা মাথায় রেখে অতিথি অ্যাপায়ণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, মহাকুম্ভের দুর্ঘটনার কথা। কীভাবে ধর্মের টানে প্রয়াগরাজে ছুটে গিয়ে প্রাণ গিয়েছিল বহু মানুষের। উত্তরপ্রদেশের সেই বেদনাদায়ক স্মৃতি থেকে শিক্ষা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মমতা।
বুধবার এনিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, “মহাকুম্ভে অনেক লোক মারা গেছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। অতীত থেকে শিক্ষা নিতে হয়।” এই বৈঠক থেকেই একগুচ্ছ নির্দেশিকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
More Stories
কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নবান্ন অভিযানে শামিল করতে চান চাকরিহারারা