৮০টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল বোর্ড। আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্টেশন থেকে ট্রেনগুলি গন্তব্যের উদ্দেশে রওনা দেবে। অনলাইনে আসন সংরক্ষণ করা যাবে ১০ সেপ্টেম্বর থেকে। সেই সঙ্গে গত ৫০ বছরের ভারতীয় রেলের পুরনো সময়সূচিতেও বদল আনা হচ্ছে। নিউ নর্মালে পরিস্থিতি স্বাভাবিক হলে, নতুন সময়ে (জিরো টাইম টেবিল) ছুটবে রেল। শনিবার রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। মেট্রো পরিষেবা নিয়ে বিনোদকুমার যাদব বলেন, “রাজ্য সরকারের সঙ্গে মেট্রোর বৈঠক হয়েছে। পরের সপ্তাহ থেকেই কলকাতায় মেট্রো চলবে।” স্পেশাল ট্রেন প্রসঙ্গে তিনি বলেন, “আরও ৮০টি ট্রেন চালানো হবে। ১০ সেপ্টেম্বর থেকে আসন সংরক্ষণ করা যাবে।”