November 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৭১তম প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণে ভূষিত করা হবে সাত জনকে

রবিবার ৭১তম প্রজাতন্ত্র দিবসে পদ্মবিভূষণে ভূষিত করা হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ, অরুণ জেটলি, জর্জ ফার্নান্ডেসকে। ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবার জন্য পুরষ্কার প্রাপ্ত ভারতরত্নের পরে পদ্মবিভূষণ ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। এবারে সাতটি পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন অলিম্পিয়ান বক্সার এম সি মেরি কম, মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী অনেরুদ জুগনৌথ এবং হিন্দুস্তানি ধ্রুপদী গায়ক ছন্নুলাল মিশ্র। শিল্পক্ষেত্রে বাংলা থেকে পদ্মভূষণ পাচ্ছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। পাশাপাশি বিনোদন জগতের তারাদের মধ্যে রয়েছেন করণ জহর, একতা কাপুর, কঙ্গনা রানাউত, গায়ক সুরেশ ওয়াদকর।