April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৬৮ বছর বয়েসে পা দিলেন মিঠুন চক্রবর্তী

ANCHOR , বাঙালির কাছে তিনি কখনো মহাগুরু আবার কখনো দাদা , যার নাচ এর তালে পা মেলায় সবাই. মঙ্গলবার ৬৮ বছর বয়েসে পা দিলেন বলিউড এবং টলিউড এর বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী. প্রতিবছরের মতো ফুল লাইট কেক প্রিয়জন দের সাথেই জন্মদিন মানানোর কথাছিল, কিন্তু না এই বছরের ছবিটা একটু অন্যরকম.. শুধু ভালোবাসা র শুভেচ্ছা বার্তার মধ্যে দিয়ে এই বছরের জন্মদিন মানাতে চান তিনি. কারণ এক দিকে সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস এর সাথে লড়াই করছে লক্ষ লক্ষ মানুষ ,এই কারণে খাবার জুটছে না ঠিক মতো অনেকের , এই পরিস্থিতি তে জন্মদিন পালন করে বিলাসিতা দেখতে পারবেন না তিনি .. অন্যদিকে বলিউড এর তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না মহাগুরু , এই পরিস্থিতি তে কখনোই আনন্দ করতে পারবেন না তিনি… , সব ঠিক হলে সবাই একসাথে আবার আনন্দ করবেন তিনি , এমন তাই জানালেন মিঠুন পুত্র নামিস