June 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

৬০ নং জাতীয় সড়কে উদ্ধার ডিটোনেটর

শনিবার মধ্যরাতে ৬০ নং জাতীয় সড়কে মহঃবাজার পুলিশের তরফ থেকে নাকা চেকিং চালানো কালীন একটি ওমনি ভ্যান গাড়ি আটক করে। সে গাড়ি থেকে উদ্ধার হয় ৩৯০০০ ডিটোনেটর। এই ডিটোনেটরগুলি রাণীগঞ্জ থেকে রামপুরহাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মূলত পাথর শিল্পে ব্যবহৃত হয় এই সকল বিস্ফোরক। তবে তা বেআইনি হওয়াই পুলিশের তরফ থেকে ওই গাড়িসহ আশিশ কেওড়া নামে এক ব্যক্তিকে আটক করে।