September 27, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

৫। কাজ দেওয়ার নাম করে বাইরে থেকে মহিলাদের এনে দেহব্যবসায় নামানো, গ্রেপ্তার ৩

বাড়ির মধ্যে দেহ ব্যবসা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার ২নং ব্লকের মহিষবাথান সংলগ্ন ডুমুর পাড়া এলাকায়। মূল অভিযুক্তের নাম দীপু চন্দ্র। সূত্রের খবর, দীর্ঘ কয়েক বছর ধরেই ওই বাড়ির মালিক দীপু চন্দ্র নামে ওই ব্যক্তি বাড়ির মধ্যে বাইরে থেকে মহিলা এনে দেহ ব্যবসার কাজ চালাতো। কিন্তু প্রমানের অভাবে তাঁকে ধরা যেত না। গত রবিবার ওই বাড়ির ভিতর এক মহিলার কান্নার আওয়াজ শুনে পাশের বাড়ির এক মহিলা এসে তাকে জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে ঘটনা। অরুণাচল থেকে ওই দুই মহিলাকে কাপড়ের দোকানে কাজ দেওয়ার নাম করে এনে দেহ ব্যবসার কাজে নিযুক্ত করে বাড়ির মালিক। তাদেরই একজন এই কাজ করতে রাজি না হওয়ায় তাকে হাত পা বেঁধে মারধর করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই আজ সকালে ওই বাড়ির উপরে চড়াও হয় স্থানীয় বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় পুন্ডিবাড়ি থানায়। পুলিশ এসে বাড়ির মালিকসহ ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে।