April 17, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

৩৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক

মালদা: ৩৮৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। অভিযুক্ত ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম ইসমাইল শেখ (৩০)। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের গৌড়কন্যা বাস টার্মিনাস এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই বিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে আম বাজার এলাকায় গৌড় কন্যা বাস টার্মিনাসে হানা দিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে উদ্ধার হয় ৩৮৫ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩লক্ষাধিক টাকা।