December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

৩১ নম্বর জাতীয় সড়কে দুঘর্টনা, জখম ৮ শিশু-সহ ৩১

পিক আপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ। আহত ৮ শিশু-সহ জখম কমপক্ষে ৩১। দুর্ঘটনাটি ঘটে, রবিবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের তারুঞ্জিবাড়ি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। সূত্রের খবর, এদিন ইসলামপুর ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ একত্রে চোপড়ার মেলায় পসরা বিক্রি করে বাড়ি ফিরছিলেন একটি পিক আপ ভ্যান ভাড়া করে। সেই সময় তারুঞ্জিবাড়ি এলাকায় উল্টোদিক থেকে আসা একটি লড়ির সাথে মুখোমুখি ধাক্কা লাগে পিক আপ ভ্যানটির। গাড়িতে যাত্রীদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। তাঁরাই আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হলে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাটির জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যানচলাচল স্বাভাবিক করে। এবং দুটি গাড়িকেই আটক করেছে পুলিশ।