শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায়, পশ্চিমবঙ্গ ভুমি ও ভুমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার খাস মহল মৌজায় গুলির অন্তর্গত কেরানিতলা, বারপাথর ক্যান্টনমেন্ট, কর্নেল গোলা, চাঁদিয়ানা বাজার এলাকার মানুষদের নিদর্শন পরচা বিতরণ অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে।
এদিন জেলা কালেক্টরেটের পুরাতন প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ জন দখলদারদের হাতে জমির পরচা তুলে দেন জেলাশাসক ডাঃ রেশমি কোমল। এছাড়াও উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক দীনেন রায় সহ অন্যান্য আধিকারিকরা।
প্রশাসনিক সুত্রে জানা গেছে, পাঁচটি খাস মহল মৌজায় খাস জমি গুলি জরিপ করা হয়েছে ১০ হাজার ৯৮৩ টি পরিবারের মধ্যে।