করোনা আবহের কারণে চলতি বছর ধর্মতলায় শহীদ স্মরণ পালন করতে পারেনি তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার কালীঘাট থেকে শহীদদের উদ্দেশ্যে ভার্চুয়াল সভা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই শহীদদের শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, প্রতিবছর বড় করে ধর্মতলায় আমরা জনসভা করি।কিন্তু এইবছর সেটা করতে পারছি না। ধর্মতলায় জনসভা করতে না পেরে এবার আমরা ব্যথিত। আগামী বছর সবথেকে বড় সভা আমরা করব। এবং আগামী বছরের সভার প্রস্তুতি এ দিন থেকেই শুরু করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের বছর ঐতিহাসিক সভা করার কথা বলেছেন তিনি। একুশে বিধানসভার পর সবচেয়ে বড় করে পালন করা হবে শহীদ স্মরণ উৎসব। এদিনের ভার্চুয়াল সভায় তিনি জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দেন,একুশে ক্ষমতায় এলে সারা জীবন বিনামূল্যে রেশন, শিক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করবে রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন, ভুল করে বিজেপি বা অন্য দলে গেলে ফিরে আসুন। ভুল করে ওদের বিশ্বাস করলে জীবন ও জীবিকা দুই যাবে।