১৪ দিনের ইডি হেফাজতে সুজয় কৃষ্ণ ভদ্র | খারিজ হল কালীঘাট কাকুর জামিনের আর্জি | এডমিট কার্ডসহ চাকরিপ্রার্থীদের তথ্য ডিলিট করতে বলেন কালীঘাটের কাকু । সেভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক দাবি ইডির |
প্রসঙ্গত, ইডির কাছে বয়ানে তাপস দাবি করে, সুজয় ভদ্রের মাধ্যমে ওই তালিকা তাপস পাঠান মানিক ভট্টাচার্যকে | তিনি আরো জানান, সুজয় ভদ্র মানিকের অফিসে নিয়মিত যেতেন | এরপর দুজনের আলাপ হওয়ার পর কুন্তল সুজয়কে বলেন, ২০১৪ টেটের শিক্ষকতার চাকরির ব্যাপারে কিছু কাজ রয়েছে | উত্তরে সুজয় জানান, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে সব হয়ে যাবে | এরপর সুজয় নির্দেশেই পার্থকে কুন্তল দেন ১০ লক্ষ টাকা |
More Stories
হাজারও বাধা পেরিয়ে বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ
২ রাজ্যে ভারী তুষারপাতের সম্ভাবনা
শহরে ফের গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক