May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

১০ লাখ টাকার লেপার্ডের চামড়া উদ্ধার করল বন দফতর

ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল এর যৌথ উদ্যেগে উদ্ধার লেপার্ড এর চামড়া।এদের সল্টলেকের বন দফতরের অফিসে নিয়ে আসা হয়েছে।

সূত্র মারফত খবর পায় যে একটি লেপার্ড এর চামড়া বিক্রি করার জন্য দুজন ক্রেতা খুঁজছে।সেই মতো ক্রেতা সেজে তাদের সাথে যোগাযোগ করে।১০ লাখ টাকার বিনিময়ে এই চামড়ার ডিল হয়। সেই চামড়া কিনতে গেলে দুজন বাইকে করে টালিগঞ্জ থেকে কুদঘাট যাওয়ার মাঝ বরাবর একটি ব্যাগের মধ্যে চামড়া নিয়ে আসে।তার মধ্যে বাকিরা চারিদিকে ছড়িয়ে ছিল।তারা আসতেই তাদের চেপে ধরে।তাদের কাছ থেকে চামড়টি উদ্ধার হয়।এর পর তাদের আটক করা হয়।যেটা জানা যাচ্ছে দুজনেই টালিগঞ্জ এলাকার বাসিন্দা।পেশায় গাড়ি চালক।