
TORONTO, ON - AUGUST 31: Bollywood actor/producer Salman Khan arrives at the Canadian Premiere of "Dr Cabbie" held at Scotiabank Theatre on August 31, 2014 in Toronto, Canada. (Photo by George Pimentel/WireImage)
হোলির প্রাক্কালেই রঙিন মেজাজে ধরা দিয়ে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়ে দিলেন ভাইজান। মঙ্গলবার তিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন ‘সিকন্দর’ ছবির নতুন গান। যেখানে ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনি দিয়ে রঙের উৎসবে মেতে উঠতে দেখা গেল সলমন খানকে। আর সেই গানের ঝলক দেখেই ‘ব্লকবাস্টার’ হওয়ার ভবিষ্যদ্বাণী করে ফেললেন অনুরাগীরা।
ব্যোম ব্যোম ভোলে’ গানের ঝলকে সলমনের পাশাপাশি রশ্মিকা মন্দানাকেও দেখা গেল। সাদা সালোয়ারে তিনি যেন মনমোহিনী। আরেক অভিনেত্রী কাজল আগরওয়ালের ঝলকও মিলেছে গানে। এসবের সঙ্গে উপরি পাওনা সলমনের নাচ! দীর্ঘদিন বাদে ভাইজানের রঙিন অবতার দেখে ততোধিক মজে ভক্তরাও। এককথায়, হোলির আগে রঙিন সলমনে বুঁদ নেটপাড়া। চলতি মার্চ মাসের ৩০ তারিখ মুক্তি পাবে ‘সিকন্দর’। তার প্রাক্কালেই নতুন গানের ঝলক প্রকাশ্যে নিয়ে এসে আবহাওয়ার গরম করলেন বলিউড সুপারস্টার।
More Stories
এবারের বাংলা বছরটা ‘আড়ি’ রিলিজের ভাবনাচিন্তা নিয়ে কেটে যাচ্ছে যশ নুসরাতের
নেটিজেনদের সুখবর দিলেন যিশু সেনগুপ্ত
অবশেষে মুক্তি পেতে চলেছে ‘তারে জমিন পর’- এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পর’