January 6, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

হাওড়ার বড়গাছিয়া ভয়াবহ অগ্নিকান্ড

হাওড়ার বড়গাছিয়া ভয়াবহ অগ্নিকান্ড। বাড়িতে আগুন লাগার ঘটনা। স্থানীয় সূএে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাড়ির মধ্যে থেকে বিস্ফোরনের শব্দ শুনতে পান এলাকাবাসী। এই ঘটনায় হতাহতের কোন খবর না থাকলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে বাসস্থান। আশ্রয়হীন হয়ে পড়েছে প্রায় ১২ জন সদস্য। পাড়া-প্রতিবেশী সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে সপরিবারে। কিন্তু ব্যর্থ চেষ্টা কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয় যায় সবকিছু, রাত পোহালেই বাড়ির পাশের মাঠে জলসা তাই দোকানে প্রচুর পরিমানে মালপত্র মজুত রাখা হয়েছিল, বাড়ির আসবাবপত্র সহ, দোকানের ফ্রিজ সহ মোট তিনটি ফ্রিজ, একটি সাইকেল, দুটি মোটরসাইকেল দুটি সেলাই মেশিন বাড়ির যাবতীয় সামগ্রীসহ। বসত জমি রেজিস্ট্রির অর্থাৎ যে জমিতে তিনি বাস করছিলেন ওই জমি রেজিস্ট্রির জন্য চার লক্ষ কুড়ি হাজার টাকা সবকিছু পুড়ে ছাই। এখন পরনের পোশাকটায় সম্বল পরিবারের। জানা গিয়েছে, এমন অবস্থায় স্থানীয় পঞ্চায়েত প্রধান শবনম সুলতানা পাশে দাঁড়িয়েছেন এদিন খাবার ব্যবস্থা এবং বস্তু দিয়ে সাহায্য করেছেন।