October 30, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

হলদিয়া পরিত্যক্ত গাড়ি কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: হলদিয়া পরিত্যক্ত গাড়ি কারখানায় আগুন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গাড়ি তৈরির কারখানা তথা উড়াল কোম্পানি যেটা কিনা বন্ধই ছিল। এই কারখানাটি মাস কয়েক আগে অর্থাৎ গত বছর হলদিয়া উন্নয়ন পর্ষদ হলদিয়া আদালত মারফত দ্বারা আন্ডারটেকিং করেন। এই কারখানার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা এখনোও চলছে আদালতে বলে জানা গিয়েছে। রবিবার হঠাৎ এই পরিত্যক্ত কারখানায় দাহ্য পদার্থে আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায় এবং কারখানার পাশাপাশি লাগুয়া কারখানা গুলিতেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এক দিকে লকডাউন তারপরে পরিত্যক্ত কারখানায় আগুন, চিন্তায় ফেলেছে প্রশাসনকে। আগুন কিভাবে লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।