উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর হরিহরপুর মোড়ের বাজার কে সরিয়ে নিয়ে ধনকোল হাট প্রাঙ্গণে নিয়ে আসা হয় কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও হাট মালিক শিব শংকর চৌধুরীর উদ্যোগে। এর আগে যেখানে বাজার বসতো সেখানে রাস্তা ও যায়গা সমস্যা। লকডাউন পরিস্থিতিতে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষ সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রাখতে পারছিল না। সেই কারণে প্রশাসনের পক্ষে লকডাউন সঠিকভাবে পালন হয় ও ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষে সোশ্যাল ডিস্ট্যান্স মেনে কেনাবেচা করে তার জন্য সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত কালিয়াগঞ্জ এর হরিহরপুর মোড়ের বাজার সরিয়ে ধনকোইল হাঁট করা হয়।
লকডাউন এর কারণে প্রভাব পড়েছে সবজি বাজারে কাঁচামালের উপরে, একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য মন্দা হয়েছে।