নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গত দেড় মাস আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার হরিদা বস্তি এলাকায় কাজের জন্য গেলে বেশ কিছু যুবক মারধর করে বলে অভিযোগ, গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক, পরিবার-পরিজন ও এলাকা বাসীদের অভিযোগ পুলিশ প্রশাসনের সামনে মারধর করা হয়েছে ওই যুবককে, অভিযোগ পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য দোষীরা উপযুক্ত শাস্তি পায়নি, এই ঘটনায় বহু চাপানউতোর চলার পর ওই সব দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রবিবার এগরা-কাঁথি রাজ্য রাজ্য সড়কের ভবানীচক বাস স্ট্যান্ড কয়েক ঘণ্টার পথ অবরোধ করে পরিবার পরিজনসহ এলাকার বাসিন্দারা, পরিবার-পরিজন ও এলাকা বাসী তাদের দাবি অবিলম্বে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় স্থানীয় বাসিন্দারা।