
মালদাঃ-রাজ্যে সরকারের তরফে লক ডাউন ঘোষণা করাহয়।রাজ্যে পরিস্তিতি দিকে নজর রেখে রাজ্যে নতুন পদক্ষেপ নেওয়া হযেছিল তারই ছবি ধরা পরল এক সপ্তাহে পার হলো।এদিন রবিবার সকালে মালদহের হবিবপুর থানা অন্তর্গত আইহো বুলবুলচন্ডী এলাকায় পুলিশের টহলদারি।রবিবার সকাল ১০ টা বাজার পরেই লক ডাউন সফল করতে তৎপর ভূমিকা পালন করতে পথে নামলো হবিবপুর থানার পুলিশ। দশটা বাজার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া আইহো বাজারের সাপ্তাহিকী হাট না বসলেও কিছু দোকান বসলে তাদের ১০টার বাজার পরে তাদের দোকান বন্ধ করতে পুলিশ নামে বাজারে।হবিবপুর থানার পুলিশ আইহোর বিভিন্ন বাজারের দোকান বন্ধ করতে দেখা গিয়েছে ।পুলিশের পক্ষ চলে মালদা নালাগোলা রাজ্য সরকারের আইহো স্যান্ডে সব ধরনের গাড়ি চেকিং করে প্রশাসনের তরফে জিগ্যেস করাহয় কোথায় থেকে আসছেন কোথায় যাবে সঠিক উত্তর না দেওয়া সেই সব গাড়ি ঘুরিয়ে পাঠিয়ে দেওয়া হয়, জরুরি পরিষেবা ছারা, যানবাহন চলাচল বন্ধ করলেন।এছারাও চারটি অটো আটক করে হবিবপুর থানার পুলিশ।
More Stories
দক্ষিণবঙ্গে ফের গরমে হাঁসফাঁস দশা
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন