July 1, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

হঠাৎ বন্ধ কাউন্সেলিং, ধর্ণায় টেট উত্তীর্ণদের একাংশ

মালদা, ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রায় দু’শো প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বার্লো গার্লস স্কুলের সামনে ধর্নায় বসলেন প্রায় দু’শো প্রার্থী। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া ফের চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়া চালু হয়। মালদার বার্লো গার্লস স্কুলে শুরু হয় কাউন্সেলিং। ইতিমধ্যেই প্যানেলভুক্ত প্রায় ছ’শো জনের নিয়োগ হয়ে গেলেও হঠাৎ করে কোনও কারণ ছাড়াই কাউন্সেলিং বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্যানেলে থাকা প্রায় দু’শো জন প্রার্থী কাউন্সেলিং-এর ডাক পাননি। ছ’শো জন নিয়োগের পরে প্যানেলের বাকি দু’শো জনকে কেন নিয়োগ করা হচ্ছে না, সেই দাবিতেই ধর্নায় বসেন তারা। আন্দোলনকারীদের একজন ফাজলে করিম আখতার জানান,” একই প্যানেলের প্রায় ছ’শো জনকে নিয়োগ করা হল অথচ বাকি প্রায় দু’শো জনকে নিয়োগ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে ডিআই কে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যাচ্ছেন। আমাদের নিয়োগ করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। “