স্যোশাল মিডিয়ায় কিশোরীর নগ্ন ছবি প্রকাশের হুমকির জেরে ভয়ে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নদিয়া জেলার কালীগঞ্জ থানার মাটিয়ারির সেনপাড়ায়।সূত্রের খবর, বহুদিন ধরেই পাড়ার ওই কিশোরীকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকি দিচ্ছিল প্রতিবেশী যুবক সুজিত ঘোষ।ফলে লাগাতার হুমকিতে ভয় পেয়ে যায় ওই কিশোরী, এরপরই বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।ঘটনাটি চোখে পড়তেই কিশোরীকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতার মা তাপসী চক্রবর্তীর অভিযোগ, “মেয়ের বিয়ের জন্য অন্যত্র যোগাযোগ করছি শুনেই সুজিত আমার মেয়ের ছবি নোংরা করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।” অভিযোগ, ভয়ে আতঙ্কেই সুযোগবুঝে আত্মহত্যা করেছে নদিয়ার কিশোরী।এরপর কালীগঞ্জ থানায় সুজিত ঘোষের নামে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার।