December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সংকেতে’র পক্ষ থেকে সংর্বধনা কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: মঙ্গলবার ১২ই মে। সারা পৃথিবীর চিকিৎসা পরিষেবায় নার্সদের অন‍্যতম প্রেরনা মহিয়সী নারী বিশ্বে প্রথম মহিলা স্বাস্থ্য সেবিকা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের দুই শততম জন্মদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিন টিকে বিশ্ব নার্স দিবস ঘোষনা করেছেন। সেই সাথে করোনা-ক্রান্তিকালের এই বছরটিকে ‘ইয়ার অব দা নার্স অ্যান্ড মিডওয়াইফ’ সম্মানে ভূষিত করেছেন।
এই ভাবনাকে বাস্তবায়িত করতে এদিন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সংকেতে’র পক্ষ হতে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লক স্বাস্থ্য কেন্দ্রের নার্স, চিকিৎসক ও সহ কর্মীদের সংর্বধনা জানানো হয়। মারন ভাইরাস প্রতিরোধে দীর্ঘ লকডাউন আবহে নিয়মবিধি মান‍্যতা দিয়ে সংস্থার কয়েকজন প্রতিনিধি ব্লক স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে গিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এটি সমপন্ন করেন। চন্দনের ফোঁটা, রজনীগন্ধার মালা, স্মারক ও রসগোল্লার হাঁড়ি নার্সদের হাতে তুলে দিয়ে সংস্থার পক্ষে রবীন্দ্রনাথদাস বলেন’ “আমরা সংবাদমাধ্যমে জানতে পারছি করোনা চিকিৎসায় নিবেদিত কিছু নার্সরা বাড়ি ফিরলে তাঁদের ভাড়া বাড়ির মালিক ও পাড়ার লোকজন দূরছাই করছেন। আমরা এই আচরণের প্রতিবাদ করছি। আজকে আমাদের এলাকায় সরকারী স্বাস্থ্য সেবিকাদের সম্মান জানিয়ে সারা দেশের নার্স চিকিৎসক ও সহকারীদের শ্রদ্ধা শুভেচ্ছাও অভিনন্দন জানাচ্ছি।” ব্লক হেলথ মেডিক্যাল অফিসার ডাঃ শিবশঙ্কর খান বলেছেন ‘ এইসব ভাবনা ও অভিনন্দন জানানো, চিকিৎসায় নিয়োজিতরা উৎসাহ ও প্রেরণা পাবেন’। সংবর্ধিত নার্সরা একযোগে বলেছেন ‘ আমাদের খুবই ভালো লাগছে, আমরা অসুস্থ মানুষের সেবা-শুশ্রূষায় দায়বদ্ধ। আমরা নিষ্ঠা সহকারে তা পালন করে থাকি এবং করে যাব’।