October 5, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্বাস্থ্যভবন চত্বর ছেড়ে নবান্নমুখী হননি জুনিয়র চিকিৎসকরা

ঘড়ির কাঁটা ৬টা পেরিয়ে গিয়েছে। তবু স্বাস্থ্যভবন চত্বর ছেড়ে নবান্নমুখী হননি জুনিয়র চিকিৎসকরা। চিঠি চালাচালি হলেও প্রশাসনিক প্রধানদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেননি তাঁরা। স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ঘিরে এখনও ধোঁয়াশা জারি।

আর জি করে নিহত তরুণী চিকিৎসকের সুবিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসকরা। আন্দোলনের ৩২ দিন অতিক্রান্ত। তবু রফাসূত্র অধরা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থানে তাঁরা। সুবিচারের পাশাপাশি স্বাস্থ্যশিক্ষা কৌস্তভ নায়েক, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারের পদত্যাগের দাবিতে অনড়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নের তরফে ইমেল করা হয় তাঁদের। ডাকা হয় বৈঠকে। কিন্তু বরফ গলেনি। চিকিৎসকরা সাফ জানিয়ে দেন, ইমেলের ভাষা অপমানজনক।