স্বাধীনতা দিবসের দিন এক অভিনব কর্মসূচী পালন করলেন রটারি ক্যালকাটা ম্যাজেস্টিক এর সদস্যরা. শহরের একটি অনাথ আশ্রমে শিশুদের সাথে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলেন তাঁরা. এদিন এখানে পতাকা উত্তোলন করার পর অনাথ শিশুদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়. পাশাপাশি সুন্দর ও দূষণমুক্ত প্রকৃতি গড়ার লক্ষে হয় বৃক্ষরোপণ কর্মসূচী