৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে দেশবাসীকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এদিনের বক্তব্য উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা, করোনা যোদ্ধা থেকে করোনা জয়ীদের কথা, উঠে এসেছে ভারতকে রক্ষা করা সেনাবাহিনীদের কথা। ভারতের সার্বভৌমত্বের দিকে যে নজর দিয়েছে আমাদের সেনা তাদের যথা যোগ্য জবাব দিয়েছে। গোটা বিশ্ব লাদাখের ঘটনাটি দেখেছে। শনিবার ভারতীয় সেনাদের এইভাবেই কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজহাট এগিয়ে মহাত্মা গান্ধীকে প্রণাম জানিয়ে লালকেল্লা যান। লালকেল্লা লাহোরী গেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। চলতি বছর স্বাধীনতা দিবসের আমন্ত্রণ জানানো হয়েছিল ৪ হাজার লোককে। এদিন উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। চলতি বছর করোনা থাকায় নির্দিষ্ট দূরত্ব থেকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে উঠে সংগ্রামী ও শহীদদের প্রণাম জানান প্রধানমন্ত্রী। দেশের নিরাপত্তার সঙ্গে জড়িতদের শ্রদ্ধা জানালেন তিনি। পাশাপাশি পড়না যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, করোনা এই বছর অনেক কিছু আটকে দিয়েছে। করোনার বিরুদ্ধে একজোট হয়ে সবাইকে লড়তে হবে। আত্মনির্ভর ভারত সম্পর্কে তিনি বলেছেন, ১৩০ কোটি দেশবাসীর মন্ত্র হয়ে উঠেছে আত্মনির্ভর ভারত। আমার দৃঢ় বিশ্বাস ভারত এই স্বপ্ন বাস্তবায়িত করবে। ভারতের স্বাধীনতা আন্দোলন দুনিয়ার কাছে প্রেরণা।