স্বপ্নভঙ্গ হল হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দলের। আর তার সঙ্গে অধরা থেকে গেল প্রথমবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলার সুযোগ। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
ব্যাটে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করে ঝড়ের গতিতে রান করতে শুরু করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার জুটি। মাত্র ৩৯ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে রেকর্ড অর্ধশতরান করেন অজি ওপেনার অ্যালিসা হিলি। এর সাথে তার অন্য সঙ্গী বেথ মুনিও ৫৪ বলে ৭৮ রান করেন। আর এই দুই ওপেনারের দুর্দান্ত অর্ধশতরানে ভর করে ১৮৪ রানে পৌঁছে যায় অজিরা।
জবাবে ব্যাট করতে নেমে বিশাল টার্গেটের চাপে শুরুতেই দিশা হারিয়ে ফেলে ভারতীয় ব্যাটিং। মাত্র ৩০ রানেই চারটি উইকেট পড়ে যায় ওমেন-ইন-ব্লুর। এরপর অজিদের বিশাল স্কোরের চাপে পড়ে একের পর এক উইকেটের পতন ঘটে ভারতীয় মহিলা দলের।
মাত্র ৯৯ রানে মুখ থুবড়ে পড়ে হরমনপ্রীত কৌরের ভারতীয় মহিলা দল। আর তার সঙ্গে অধরা থেকে যায় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্নও। অন্যদিকে এই নিয়ে রেকর্ড পঞ্চমবার মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।