January 2, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

স্পেনে রয়েছেন স্ত্রী ও বাবা-মা সেখানেই মন পড়ে রয়েছে মোহনবাগান কোচ কিভু ভিকুনার

করোনা ভাইরাসের জেরে লকডাউন গোটা দেশ৷ তবে শুধু ভারত নয় ভারতের পাশাপাশি একাধিক দেশও লকডাউন৷তার জেরে ভারতে রয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা, কিন্তু তার মন পড়ে রয়েছে স্পেনে৷ কারণ সে দেশের রয়েছেন তার স্ত্রী কাসিয়া বিয়েলকা সহ তার বাবা-মা৷ ফোনের মাধ্যমে যোগাযোগ থাকলেও তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কিভু ভিকুনা৷ বর্তমানে তিনি রাজারহাটের একটি ফ্ল্যাটে থাকেন৷ করোনাভাইরাস এর জেরে আন্তর্জাতিক বিমান বন্ধ থাকায় স্পেনে ফেরার কোনো সম্ভাবনা নেই তার কাছে৷ তিনি জানান তার এই বন্দিদশা ভালো লাগছেনা, বাড়িতে বয়স্ক বাবা মায়ের জন্য চিন্তা হচ্ছে তার৷
অন্যদিকে কোচ কিবু ভিকুনার মতই অবস্থা মোহনবাগানের বাকি ফুটবলারদেরও৷ বর্তমানে কলকাতার নিউটাউনে থাকেন বেইতিয়া৷ তার বাড়িও স্পেনে, সেখানে বাড়িতে রয়েছেন আত্মীয়-স্বজনরা৷এই পরিস্থিতিতে তাদের জন্য দুশ্চিন্তা করছেন বেইতিয়া৷ মোহনবাগানের অপর এক ফুটবলার হলেন ফ্রাঙ্ক গঞ্জালেজ৷ তার বাড়িও স্পেনে৷ তবে সূত্র মারফত জানা গিয়েছে,সেখানে তার কয়েকজন বন্ধু করোনা আক্রান্ত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে বলেও জানা যায়৷এই পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে সকল দেশবাসীকে।