সিঁথি থানায় রাজকুমার সাউ এর মৃত্যুর পাঁচ দিন কেটে গেলেও তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট না। তদন্তের জন্য এবার ঘটনার দিনের সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল কলকাতা পুলিশের হোমিও সাইট শাখা। সেই ফুটেজ পরীক্ষা করতে পাঠানো হবে ফরেনসিক ল্যাবরেটরিতে। সূত্রের খবর, গতকাল জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল অভিযুক্ত সাব ইন্সপেক্টর সৌমেন্দ্র নাথ দাসকে। কিন্তু গতকাল তিনি আসেননি। তার রবিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার পর থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ঘটনায় মৃতের পরিবারের অভিযোগ, থানায় পুলিসের মারধরের ফলেই মৃত্যু হয়েছে প্রৌঢ়র।