October 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

স্থানীয়দের তৎপরতায় ফাঁস মধুচক্রের পর্দা

করোনা আবহে হোটেলে রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর। আর এলাকার স্থানীয়দের তৎপরতায় ফাঁস মধুচক্রের পর্দা। ঘটনা রামপুরহাটের তারাপীঠ মন্দির সংলগ্ন কবিচন্দপুর এলাকায় একটি হোটেলের। এদিন স্থানীয়রা হোটেলে হাতেনাতে ধরে ফেলেন এক যুবতীকে।এরপরই এলাকার স্থানীয়রা ওই যুবতী সহ হোটেলের মালিককে আটক করে রাখে দীর্ঘক্ষণ। পরে রামপুরহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন দিন ধরেই হোটেলের মধ্যে চলছিল এধরনের অবৈধ কাজকর্ম। বারংবার নিষেধ করা হলেও হোটেল কর্তৃপক্ষ কোনো কথা শোনেনি।

এদিকে করোনা নিয়ে আতঙ্ক কমলেও, বাংলা জুড়ে বাড়ছে করোনার সংক্রমণ। আর এই সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল তারাপীঠ মন্দির।এমাসের প্রথম দিকে মন্দির খুলে দেওয়া হলেও যোগাযোগ ব্যবস্থা সেভাবে এখনও স্বাভাবিক হয়নি। এছাড়াও সংক্রামণ রুখতে হোটেল-লজ গুলিকে সমস্ত স্বাস্থ্য বিধি নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এই অবস্থায় প্রশাসনের সব রকম নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে হোটেল মালিকের মদতেই রমরমিয়ে চলছিল মধুচক্র। যেখানে সংক্রমণ নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কীভাবে এই মধুচক্র চলছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন।