ফি কমানোর দাবিতে দুর্গাপুরের একটি বেসরকারি মাধ্যম স্কুলের অভিভাবকদের এবং পড়ুয়াদের বিক্ষোভ।অভিভাবকদের অভিযোগ মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিধানচন্দ্র ইনস্টিটিউট বেশি টাকা নিচ্ছে। প্রতিবাদ করতে গেলে হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ।এই অভিযোগ নিয়ে সোমবার সকাল থেকে স্কুলের গেটের সামনে তুমুল বিক্ষোভ দেখায় অভিভাবক এবং পড়ুয়ারা। বিক্ষোভ করার জন্য পুলিশ বেশ কয়েকজন অভিভাবক কে আটক করে, অভিভাবকদের অবিলম্বে ছড়ার দাবিতে পড়ুয়ারা পথ অবরোধ করে বিক্ষোবের নামে। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।পড়ুয়ারা সাফ জানিয়ে দেয় অভিভাবক ছাড়া না হলে এবং অ্যাডমিশন ফি কম না নেওয়া হলে তারা লাগাতার আন্দোলনের পথে হাঁটবে।