স্কুলের মাঠে যাবার রাস্থা দীর্ঘ দিন ধরে সটিক ভাবে না থাকাই। সমস্যা মধ্যে ইস্কুলের ছাত্র-ছাত্রীসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা সবারই। স্কুলে সঠিক রাস্তার না থাকার জন্য বিভিন্ন সরকারি অনুষ্ঠানগুলো বাতিল হয়ে যায়। দীর্ঘ দিনের অপেক্ষা অবসান পড়ে স্কুলে রাস্তা জন্য জমি দান করলেম স্কুলের প্রতিবেশী জমিদাতা বাহেদ আলি।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর ১০ নাম্বার মালগাও গ্রাম পঞ্চায়েতের জিন গাও হাই স্কুলের
রাস্তার সমস্যার সমাধান করা হয় জমিদাতা স্কুলের নামে জমি রেজিস্ট্রি করেন।
স্কুলের শিক্ষা কর্মী মুসলুউদ্দিন বলেন জিন গাও টিএনও হাইস্কুলে ডিস্ট্রিক বুক ফেয়ার ও ডিস্ট্রিক্ট এক্সামিনেশন এর জন্য সিলেক্ট করা হয়। মাঠের মধ্যে অনুষ্ঠান হবে কিন্তু রাস্তার সমস্যার কারণে প্রোগ্রামটি ক্যান্সেল হয়ে বড় ধরণের গাড়ি ঢুকতে পার্থনা স্কুলের ময়দানে। এখন রাস্তা হয়ে গেছে এখন যেকোন ধরনের প্রোগ্রাম করা যাবে স্কুলে। স্কুলের প্রধান শিক্ষক মজিরুদ্দিন আহমেদ বলে দীর্ঘদিন ধরেই স্কুলের মাঠে যাওয়ার রাস্তার সমস্যা ছিল জমিদাতা জমি দান করার পরে স্কুলের অনেক টাই সমস্যার সমাধান করা হয় জমিদাতা কে ধন্যবাদ জানাই।