February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সোয়াইন ফ্লু’থেকে ১০ গুণ বেশী বিপজ্জনক নোভেল করোনা ভাইরাস, জানালেন, বিশ্ব সাস্থ্য সংস্থা

গত এক দশক আগে ফের বিশ্বজুড়ে মহামারীর আকার ধারন করেছিল সোয়াইন ফ্লু’। কিন্তু সেই সোয়াইন ফ্লু’র থেকেও ১০ গুণ বেশী বিপজ্জনক নোভেল করোনা ভাইরাস, এমনটাই জানালেন, বিশ্ব সাস্থ্য সংস্থা। সূএের খবর, WHO কর্তা টেডরোজ আধানম গেবিয়াসেস জানান, এই ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়ায় এবং এই ভাইরাস প্রাণঘাতী। সুতরাং এই ভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখে যে দেশ যেমন সতর্কতামুলক পদক্ষেপ করছে, তা যেন হঠাৎ তুলে দেওয়া না হয়। এবং সেই সতর্কতামুলক পদক্ষেপ যেন সকল দেশবাসী পালন করে। গত এক দশক আগে যে ভাইরাস মহামারীর সৃস্টি করে ছিল সেটির নাম ছিল N1H1 ভাইরাস। যার পোশাকি নাম ছিল সোয়াইন ফ্লু। জানা গিয়েছে, সে বারে সেই ভাইরাসের প্রকোপে আক্রান্ত হয়েছিল প্রায় ১৬ লক্ষ ৩২ হাজার মানুষ। তাঁর মধ্যে প্রান হারিয়েছিলেন প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ। কিন্তু সে বারের থেকে এই করোনা ভাইরাসের প্রকোপ অনেকটাই বেশী। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সারা বিশ্বে আক্রান্ত হয়েছেন ১,৯২৯,৬৩৩ জন। মারা গিয়েছেন ১১৯,৭৮৫ জন। এবং সুস্থ হয়েছেন, ৪৫৩,০১৮ জন। বিশ্বের সব কটি দেশের মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকা। সাথে ইটালি, ফ্রান্স, স্পেনেও ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি।