দ্রুত পরিষেবা চালু করতে রাজ্যের সঙ্গে বৈঠকে সেরে নিলেন মেট্রো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নবান্নে দু’পক্ষের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মেট্রো চালু হতে পারে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ এবং আরপিএফ যৌথ ভাবে নজরদারি চালাবে। মেট্রোর ভিতরে কোনও মতেই অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হবে না। মেট্রোর সংখ্যাও কমবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রাথমিক ভাবে মেট্রো চালানোর কথা চিন্তাভাবনায় রয়েছে। পরিষেবা বন্ধ থাকতে পারে রবিবার। স্টেশন, রেক নিয়মিত স্যানিটাইজ করা হবে। যাত্রীদের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে। থার্মাল স্ক্যানিংয়ের চিন্তাভাবনাও রয়েছে।