মালদাঃ- কালিয়াচক থানার একেবারে সীমান্তবর্তী অঞ্চল গোলাপগঞ্জ চরিঅনন্তপুর। আর সেই সীমান্তবর্তী অঞ্চলে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন “যুব কাফেলা” সকাল থেকে রাত্রি পর্যন্ত নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমরা বাঙালিরা মাতৃভাষার ভুলে গিয়ে ভুলে অনন্য ভাষাকে প্রাধান্য দিয়ে থাকি। তাই মাতৃভাষাকে সম্মান জানাতে গোলাপগঞ্জ চরিঅনন্তপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকে প্রভাত ফেরী করল বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রীরা। প্রভাতফেরীর পরেই অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বস্ত্র বিতরণ নিত্য সঙ্গীতে ভরে উঠলো মঞ্চ। মঞ্চে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল গোলাপগঞ্জের ভূমিপুত্র “বঙ্গরত্ন” সম্মানপ্রাপ্ত পরিমল ত্রিবেদী। উপস্থিত ছিল গৌড় কলেজের অধ্যাপক বিকাশ চন্দ্র রায়।
উপস্থিত ছিল কালিয়াচক কলেজের অধ্যাপক প্রবীর পাল।উপস্থিত ছিল গোলাপগঞ্জ হাই স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গন।