
নেহাত ‘ফ্যামিলি’ নিয়ে ব্যস্ত ছিলেন, ‘অ্যাকশন’ তো ভোলেননি। সারা বাংলা ঘুরে ‘রাজার রাজা’ হয়েই কামব্যাক করলেন দেন। চার দিনে ‘খাদান’-এর ব্যবসা চার কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু অভিনেতা-প্রযোজক নয়, ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরও ছিলেন দেব। সেকথা জানিয়েই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে শেয়ার করা হল সুপারস্টারের বার্থ ডে স্পেশাল ভিডিও। যেন এতেই নয়া ভূমিকার সেলিব্রেশন।
ভিডিও দেবের জন্মদিন স্পেশাল হলেও আদতে এ তার ভক্তদের জন্য উপহার। কারণ এটি ‘খাদান’ সিনেমার শুটিংয়ের নানা মুহূর্ত, যেখানে দেব সৃজনশীল পরিচালকের ভূমিকায় ব্যস্ত। ভিডিওর একেবারে শেষে লেখা, ‘হ্যাপি বার্থ ডে দাদা’। আর ক্যাপশনে লেখা, ‘তোমার দৃষ্টিভঙ্গি, প্যাশন আর সীমাহিন এনার্জি আমাদের প্রতিদিন অনুপ্রেরণা জোগায়, যেমন অনস্ক্রিনে তেমই অফস্ক্রিনে। আজ এই মানুষটার সেলিব্রেশন যিনি নিজের অসামান্য প্রতিভা নিয়ে একাধারে অভিনেতা, প্রযোজক আর এবারে ক্রিয়েটিভ ডিরেক্টর।’
More Stories
সম্রাজ্ঞী বিনোদিনী দাসী ফিরে এলেন তাঁর নিজ রঙ্গালয় গৃহে
‘খাদান’ সাফল্যের মাঝেই ‘বিনোদিনী’র প্রচার শুরু করেছেন দেব
রাজধানী দিল্লির শো হাউসফুল, রাজ্যের সীমানা ছাড়িয়ে রাজধানীতে দেব ‘রাজার রাজা’