নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সামিয়ানা প্রকল্পের মাধ্যমে ১লক্ষ চারাগাছ রোপনের যে কর্মসূচি গ্রহণ করেছে সেই কথাটি মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত খন্যাডিহি অঞ্চলের শূলনী গ্রামের বাবনাপুকুর সংলগ্ন স্থানে ৮০টি চারাগাছ রোপন করা হয় মঙ্গলবার, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শ্রীমত্যা রীণা মাইতি, খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুভ্রকান্তি অধিকারী, বর্তমান সদস্য গৌতম দাস, প্রাক্তন সদস্যা শ্যামলী পোড়ে, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা অঞ্জনা চক্রবর্তী খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ও বিরোধী দল নেতা বিরল চক্রবর্তী, সমাজ সেবী বিশ্বনাথ পাত্র, শিবনাথ মাজী, স্বপন মাইতি,মানস সামন্ত, শ্রীকান্ত অধিকারী, রাজা পাত্র,ছায়া চক্রবর্তী সহ সকল স্ব সহায়ক দলের সদস্যাবৃন্দ। মূলত পৃথিবীর ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে এবং সবুজায়ন কে ধরে রাখতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।