নোভেলকরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতি ঘন্টায় নিজের হাত, মুখ ধুতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সবাই পরামর্শ দিচ্ছেন, সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে। তাতে মারা পড়বে এই মারণ ভাইরাস। এবার সেই উপদেশকেই নিজের মতো কাজে লাগিয়ে বাজার থেকে আসা সবজিকেও জীবাণুমুক্ত করার চেষ্টা করলেন এক মহিলা।
সম্প্রতি ইভি ল্যাঙ্কাস্টার নামে এক মহিলা নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখাযাচ্ছে বাথটব ভর্তি সাবান জলে চোবানো রয়েছে প্যাকেটবন্দি জিনিসপত্র, ফুলকপি, বাঁধাকপি, ব্রকোলি, টম্যাটো ইত্যাদি সব্জি ও ফল। ইতিমধ্যেই এই স্যোশাল মিডিয়ায় ভাইরাল। পোস্টটি প্রায় এক লাখ লাইক পেয়েছে। সেই সঙ্গে রিটুইট হয়েছে প্রায় ২৬ হাজার। আর কমেন্ট পড়েছে প্রায় ২ হাজার। তবে অনেক নেটাগরিক পাশাপাশি ইভিকে সাবান পেটে গিয়ে শরীর খারাপ হওয়ার কথা মনেও করিয়ে দিয়েছেন।