May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

সাফাই কর্মীদের ভূমিকায় দেখা গেল কৃষ্ণকলি বাবুজি কলোনির বাসিন্দাদের

মালদা: সাফাই কর্মীদের ভূমিকায় দেখা গেল কৃষ্ণপল্লি বাবুজি কলোনির বাসিন্দাদের। ডেনের উপচে পড়া নোংরা জলে বিগত ছয় মাস ধরে জলমগ্ন ইংরেজবাজার পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কৃষ্ণপল্লি বাপুজী কলোনির বাসিন্দারা। করোনা আবহে এমনিতেই আতঙ্কে রয়েছেন তারা, তার ওপরে নিকাশি নালার নোংরা উপচে পড়া পচা জল এখন ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে। তার ওপরে সাব পোকামাকড়ের উপদ্রব। ওয়ার্ড বাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে জলমগ্ন তারা। পরিষ্কার করা হচ্ছে না নিকাশি নালা‌। ফলে নিকাশি নালার নোংরা পচা জল রাস্তার ওপরে উপচে পড়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শ্যামল ঘোষ জানান, ২৯ নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় অবস্থিত কৃষ্ণপল্লি বাপুজী কলোনি। দুই ওয়ার্ডের মাঝামাঝি অবস্থিত হওয়ায় সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। বিগত কয়েক মাস ধরে নিকাশি নালার উপচে পড়া নোংরা জলে জলমগ্ন তারা। করোণা আবহের মধ্যে ডেঙ্গুর আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই নোংরা জল। তাই বাধ্য হয়ে আজ ওয়ার্ডবাসীর একত্রিত হয়ে নিকাশি নালা পরিষ্কারের উদ্যোগ নেয়।