নিজস্ব প্রতিনিধিঃ লকডাউনের জেরে অর্ধাহারে দিন কাটছে বেদে সম্প্রদায়ের মানুষগুলি। করোনা মোকাবেলায় সারা ভারতজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এর জেরে চরম সমস্যার সম্মুখীন হয়েছে মুর্শিদাবাদের সাগরদিঘির সাকোবাজার বেদে পাড়ার বাদিন্দারা। সাপ খেলা দেখাতে যেতে না পারায় প্রায় দিনই অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাঁদের। সরকারের তরফ থেকে পাওয়া যৎসামান্য খাদ্যদ্রব্যে খিদে নিবারণ হচ্ছে না ওদের। জানাযায়, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের সাকোবাজার বেদেপাড়ায় প্রায় ৬০টি পরিবার আছে। সারাবছরই সাপ খেলা দেখিয়ে কোনো রকমে জীবন অতিবাহিত করে তারা। কিন্তু লকডাউন থাকায় তাদের জীবিকা বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি সাপকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য (মাছ,মাংস,ব্যাঙ)দিতে না পারায় অনেক সাপও মারা যাচ্ছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, তার মাসে দুইবার রেশন সামগ্রী পাচ্ছেন। কিন্তু এই সামান্য খাদ্যদ্রব্যে তাদের ঠিকমতো চলছে না; অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। এদিকে গ্রামবাসীদের অর্ধাহারে দিন কাটানোর কথা স্বীকার করে নিয়েছেন ওই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা বেলি সাপুড়ে। তিনি জানিয়েছেন, গ্রামবাসীদের এই দুর্দশার কথা আমি নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে। কিন্তু তারা যে পরিমাণে খাদ্যদ্রব্য দিচ্ছে তা এই এলাকার মানুষের চাহিদা পূরণ করতে পারছে না। ফলে অনেকে আধপেটা খেয়ে দিন অতিবাহিত করছে।