সাতসকালে মানিকতলা বাসস্ট্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী প্রতীক্ষালয়ের পাশে দাঁড়ানো একটি বাসে সজোরে ধাক্কা মারে একটি লরি। এরপর বাসটি গিয়ে ধাক্কা মারে যাত্রী প্রতীক্ষালয়ে। প্রবল সংঘর্ষে গুঁড়িয়ে যায় যাত্রী প্রতীক্ষালয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রতীক্ষালয়ের ছাদ।
জানা গিয়েছে,সোমবার ভোরে বাসস্ট্যান্ডের পাশেই দাঁড়িয়েছিল একটি বাস। একটি লরি বেপরোয়া ভাবে এসে সেই বাসে ধাক্কা মারে। ফলে বাসটি গিয়ে বাসস্ট্যান্ডের থামে ধাক্কা মারে। সে সময় বাস স্ট্যান্ডে বসে ছিলেন ৪ জন ব্যক্তি। লরির ধাক্কায় ভেঙে পড়ে বাস স্ট্যান্ডের ছাদ। আহত হয়েছেন ওই ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কজনক। একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরিটিকে আটক করেছে আমহার্স্টট্রিট থানার পুলিশ।