July 10, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা

সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা। হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাসে ধাক্কা লরির। ঘটনাস্থলেই মৃত্যু ২ যাত্রীর। গুরুতর জখম কমপক্ষে ২৫ জন। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য এলাকায়। পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় সাড়ে সাতটা নাগাদ বাগনান থেকে একটি বাস শ্যামবাজারের দিকে আসছিল। বৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কমছিল। সূত্রের খবর, লাইব্রেরি মোড়ে বাসটি সার্ভিস রোড থেকে হাইওয়েতে ওঠার সময় ঘটে বিপত্তি। উলটে দিক থেকে আসা একটি লরি মুখোমুখি ধাক্কা দেয় বাসটিকে। সঙ্গে সঙ্গে রাস্তায় উলটে যায় যাত্রীভর্তি বাসটি।