নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- লোকসভায় কেন্দ্রের কৃষক বিল পাস করার ফলে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলে প্রতিবাদে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানিকতলায় বিজেপির তরফ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদিকা তনুজা চক্রবর্তী, জেলা সভাপতির নবারুণ নায়েক সহ একাধিক বিজেপি জেলা নেতৃত্ব, এইদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষক বিলের তথ্য সম্পর্কে আলোচনা করলেন রাজ্য বিজেপি সম্পাদিকা তনুজা চক্রবর্তী, তিনি এই বিষয়ে বলেন এই বিলের ফলে উপকৃত হবে দেশের সমস্ত কৃষক, তারা নিজেরাই নির্ধারিত করতে পারবে ফসলের দাম, এছাড়াও এ রাজ্যের পাশাপাশি পাশাপাশি রাজ্য নিজেদের জমির ফসল অন্যত্রে নিয়ে গিয়ে বেচাকেনা করতে পারে রাজ্যের সমস্ত কৃষক, এছাড়াও এই বিলের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন ভাবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাবে কৃষকরা, এমনটাই জানালেন রাজ্য বিজেপির সম্পাদিকা অনুজা চক্রবর্তী। এছাড়াও যেসব রাজনৈতিক দল এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের সেই সব দলের বিরুদ্ধে আঙ্গুল তুলে কার্যত তোপ দাগলেন রাজ্য বিজেপি তনুজা চক্রবর্তী।