শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মেদনীপুর শহরে সরস্বতী পূজা মানেই, শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পূজা। সরস্বতীপূজার মূল আকর্ষণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ব্যঙ্গচিত্র।
এবারও তার ব্যতিক্রম নেই। মেদিনীপুর শহরের কলেজ রোডে যে ১৮-২০ টি পূজা হয়, প্রতিটি পূজা মণ্ডপেই উঠে আসে বিভিন্ন ব্যঙ্গচিত্র এর মাধ্যমে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যঙ্গচিত্রের পাশাপাশি সামাজিক ব্যঙ্গচিত্র ও স্থান পায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পূজায়।
দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর ধরে চলে আসছে এই রীতি। যার অন্যথা হয়নি এ বছরও। যদিও কচিদের প্রটোকল মেনেই তৈরি করা হয়েছে এই বছরের পূজা প্যান্ডেল, তবুও কোথাও খামতি থাকতে দেখা গেলোনা কলেজ স্কোয়ারের সরস্বতী পুজোর।