রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বিনামূল্যে রেশন সামগ্রি বিতরন করা হচ্ছে জেলায় জেলায়। বুধবার তাই পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় রেশন দোকান গুলোয় দেখা গেল সেই সামগ্রী গ্রহণের জন্য সামনে লম্বা লাইন। রেশন সামগ্রী গ্রহণের জন্য কোথাও মানা হলো সামাজিক দূরত্বের নিয়ম আবার কোথাও বা মানে হলো না কোনো বিধি-নিষেধ। আর যে কারণেই কোরোনা সংক্রমনের আতঙ্ক থেকে বাঁচতে রেশন সামগ্রী বাড়িতে পৌঁছে দিয়ে আসার দাবি তুললেন কেউ কেউ।
গোটা দেশ জুড়ে লক ডাউন জারি হওয়ার কারণে দোকানপাট খুব একটা খোলা নেই। আর তাই সাধারণ মানুষ দোকানে গিয়ে ও তাদের খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারেননি। ফলে রাজ্যসহ জেলার বহু মানুষ খাদ্য সঙ্কটের সম্মুখীন হচ্ছিলেন দিনদিন। সেই অভাব কাটাতেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার থেকে রাজ্যের প্রতিটি রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও আটা সরবরাহ শুরু করে খাদ্য দপ্তর। আর সেই সামগ্রী সংগ্রহ করতেই রেশন দোকান গুলিতে করোনার আতঙ্ক দূরে ঠেলে উপচে পড়লো ভিড়। সেই দূর থেকেই এবার সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকেই। রেশন সামগ্রী নিতে আসা কনকপুরের বাসিন্দা মল্লিকা জানা জানান, বহু মানুষ দোকানে রেশন সামগ্রী নেওয়ার জন্য এসেছেন। সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করা হলেও কিছু কিছু সময় তা মানা হচ্ছে না। তাই আতঙ্ক কিছুটা থাকছে বৈকি।
অন্যদিকে রেশন ডিলার মতলেব খান জানিয়েছেন, পুলিশ ও পৌরসভার তরফে রাজ্য সরকারের বিনা মূল্যে রেশন প্রদানের আগেই বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছিল সামাজিক দূরত্ব তৈরি করার বিষয়টি। তা মেনেই আমরা রাত জেগে চুন দিয়ে দাগ তৈরি করে দিয়েছি। তা মেনে চলেই মানুষ খাদ্য সামগ্রী গ্রহণ করছেন। দোকানের সামনে জল সাবানও রাখা হয়েছে হাত ধোয়ার জন্য। এখনো পর্যন্ত কোন সমস্যা হয়নি।