July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সবুজ পৃথিবী গড়ে তুলতে এবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার মহিলারাও

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- সবুজ পৃথিবী গড়ে তুলতে এবার এগিয়ে এলো এলাকার মহিলারাও। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে রাজ্য জুড়ে পালিত হচ্ছে ” সামিয়ানা” নামক একটি প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের প্রতিটি ব্লকে মহিলারা উদ্যোগ নিয়ে বৃক্ষ রোপণ করবে। নেত্রীর নির্দেশ মতো রাজ্যের অন্যান্য ব্লকের পাশাপাশি রবিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। এদিন ব্লকের মহিলাদের হাতে চারাগাছ যেমন তুলে দেওয়া হয়েছে তেমনি মহিষাদলের বিভিন্ন জায়গায় মহিলারা উদ্যোগ নিয়ে বৃক্ষ রোপণ করেন। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, কর্মাধ্যক্ষ ঘনশ্যাম দেবনাথ সহ সংগঠনের অন্যান্যরা। এ দিন মহিষাদল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিউলী দাস জানান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আমরা আমাদের ব্লকে বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকায় দু হাজার করে বৃক্ষ রোপণ ও তার দেখাশোনা কর্মসূচি গ্রহন করা হয়েছে। সামিয়ানা প্রকল্পের মধ্যে দিয়ে আগামী দিনে পর্যায়ক্রমে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় রোপণ করা হবে। আজ আনুষ্ঠানিক ভাবে সেই প্রকল্পের শুভ সূচনা করা হলো।