সন্তবাটিতে তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ গুরুতর জখম হয়েছেন চার। ঘটনা প্রসঙ্গে তৃণমূল শিবিরের দাবি, মঙ্গলবার সকালে বিজেপি নেতা কিংকর পাল ও উত্তম পাত্র বহিরাগতদের নিয়ে হামলা চালান। তৃণমূল কর্মী বিশ্বজিত্ সরখেল, আশিস সাঁতরা ও দেবব্রত ঘোষকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ।
যদিও অন্যদিকে আরামবাগের গেরুয়া শিবিরের দাবি, তাঁদের কর্মীদের ওপর প্রথম হামলা চালায় তৃণমূল। পুরভোটের আগে মিথ্যে কেসে ফাঁসাতেই মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। তবে তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিজেপির মণ্ডল কমিটির সভাপতি কিঙ্কর পালকে গ্রেফতার করেছে এবং তার সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।