January 12, 2026

TV Bangla New Agency

Just another WordPress site

সঙ্কটজনক পরিস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে দেশবাসীর পাশে থাকার বার্তা ক্রীড়াব্যক্তিত্বদের

দেশজুড়ে করোনা ভাইরাসের মোকাবিলায় এবং দেশকে আলোর পথ দেখাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাত নটায়, 9 মিনিট মোমবাতি, প্রদীপ জ্বালানোর কথা বলেন | সেই মতো গতকাল গোটা দেশবাসী রাত নটায় প্রদীপ ও মোমবাতির আলোয় আলোকিত করে তোলে গোটা দেশকে | দেশকে আলোর পথ দেখাতে শামিল ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও | গতকাল রাত 9 টায় ক্রিকেট তারকা হারবাজান সিং, তার পরিবারের সাথে দেশের অন্ধকার ঘোচাতে মোমবাতি জ্বালিয়ে দেশবাসীকে পাশে থাকার বার্তা দিলেন |
অন্যদিকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রদীপ জ্বালান এবং ইনস্টাগ্রামের মাধ্যমে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন |
একইভাবে প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার পরিবারকে নিয়ে মোমবাতি জ্বালান এবং দেশকে করোনা মুক্ত হওয়ার প্রার্থনা করেন | ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না, তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোমবাতি জ্বালান | পাশাপাশি ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়াল মোমবাতি জ্বালানোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন | এইভাবে দেশবাসীর পাশে থাকতে এগিয়ে এসেছেন ভারতীয় ক্রীড়াবিদরাও |