শতাব্দী প্রাচীন ভবনটি ভেঙে পড়ার দু’মাসের মধ্যেই ফের চালু হল বর্ধমান স্টেশনের মূল প্রবেশপথ। শতাধিক বছরের পুরনো ভবনটির নকশা এক রকম রেখে পুনর্নির্মাণ করা হয়েছে বলে জানান রেলের কর্তারা। স্টেশনটিতে আগের মতোই ঝুল বারান্দা তৈরি করা হয়েছে। ইস্পাতের কাঠামো থামের উপরে আগের মতো ইট দিয়ে ঘেরা হয়েছে। ভবনের উপরে বসানো হয়েছে আগের মতো ঘড়ি ও বর্ধমান স্টেশনের নামের বোর্ড। রেল সূত্রে জানা গিয়েছে, ভাঙা অংশ পুননির্মান করতে আনুমানিক ২৭ লক্ষ টাকা খরচ হয়েছে। সর্বপরি সংস্কারের পরে খুশি নিত্যযাত্রী থেকে বর্ধমান শহরের বাসিন্দারা। ডিআরএম ইশাক খান জানিয়েছেন, ‘‘যাত্রীদের কথা মাথায় রেখে আমরা দ্রুত ভবন সংস্কারে হাত লাগিয়েছিলাম। দু’মাসের মধ্যে সেই কাজ শেষ করে মূল প্রবেশপথ খুলে দেওয়া সম্ভব হয়েছে। ইস্পাতের কাঠামো দিয়ে মজবুত করে ভেঙে যাওয়া অংশটি সংস্কার করা হয়েছে।”