July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মোট ১৪৪টি মামলার শুনানি সুপ্রিম কোর্টে

সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বুধবার মোট ১৪৪টি মামলার শুনানি সুপ্রিম কোর্টে। সিএএ বৈধতাকে চ্যালেঞ্জ করে অ্যাপেক্স কোর্টে দাখিল হওয়া সমস্ত পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে এদিন। সূএের খবর, দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএএ নিয়ে আবেদন জমা পড়ে। ১৪৪টি মধ্যে তৃণমূল, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ও কংগ্রেস নেতা জয়রাম রমেশের দায়ের করা মামলাও রয়েছে। ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হওয়ার পরই এই বিল নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে দেশজুরে। সূএের খবর, ইতিমধ্যেই একাধিক রাজ্যের বিরোধী দলগুলি বিধানসভার অভ্যন্তরে সিএএ বাতিলের প্রস্তাব পাশ করিয়েছে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, আগামী ২৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের বিধানসভায় একই সিদ্ধান্ত নেওয়া হবে। তাই সুপ্রিম কোর্টে মামলার শুনানি কোন দিকে এগোয়, তা বিশেষ গুরুত্বপূর্ণ।