শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়েও পুজোর উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা করলেন, তা হল উৎসবের সূচনা। তার কারণও ব্যাখ্যা করলেন তিনি। জানালেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। বললেন, ”ধর্ম, শাস্ত্র – এসব আমিও কিছুটা জানি।” তবে আজ থেকে উৎসবের সূচনা হয়ে গেল, তা ঘোষণা করে দিলেন তিনি। মমতার কথায়, ”আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন, মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়।” মঙ্গলবার বিকেলে কার্যত তাঁর হাত ধরে শ্রীভূমির মতো বিখ্যাত পুজোমণ্ডপের দুয়ার খুলে গেল, তা বলাই যায়।
প্রতি বছর মহালয়া থেকে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করেন। এবছর তার আগেই উৎসবের সূচনা হয়ে গেল তাঁর হাত ধরে। এদিন শ্রীভূমিতে গিয়ে মুখ্যমন্ত্রী বাঙালির সেরা উৎসবে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি বন্যা পরিস্থিতির কথাও উল্লেখ করলেন। ফের ডিভিসি-কে তোপ দাগলেন তিনি।
More Stories
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে
রাজভবনে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল আনন্দ বোস ও মুখ্যমন্ত্রী
এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির